২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে প্রত্যক্ষ কর সম্পর্কিত প্রস্তাব ও সুপারিশ চেয়েছে। এর মাধ্যমে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ করব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করা হবে।
এনবিআর বিভিন্ন ব্যবসায়ী চেম্বার এবং বণিক সমিতিগুলোর কাছে ২০ ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রস্তাব এবং মতামত জমা দেওয়ার অনুরোধ করেছে। প্রস্তাবগুলো হার্ড কপিতে বা ই-মেইলের মাধ্যমে জমা দেওয়া যাবে।
এনবিআরের পাঠানো চিঠিতে চারটি মূল বিষয় সম্পর্কে ব্যবসায়ীদের মতামত চাওয়া হয়েছে। বিষয়গুলো হলো ২০২৩ সালের আয়কর আইন, ২০২৪ সালের উৎসে কর বিধিমালা, ২০০৩ সালের ভ্রমণ কর আইন এবং ১৯৯০ সালের দান কর আইন।
এনবিআর জানিয়েছে, এই প্রস্তাবগুলোর মাধ্যমে ব্যবসায়ী সংগঠনগুলো তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রত্যক্ষ কর আইন ও বিধি সম্পর্কে সুচিন্তিত মতামত দেবে। এসব মতামত ও সুপারিশ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট তৈরির কাজে সহায়ক হবে।
এনবিআর আশা করছে, ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া এই প্রস্তাবগুলো আইনি কাঠামোকে আরও উন্নত করতে এবং করব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করবে।