Homeঅর্থনীতিব্যবসায়িক সফলতায় মেটলাইফের স্বীকৃতি পেল নোয়াখালীর ‘সুমন এজেন্সি’

ব্যবসায়িক সফলতায় মেটলাইফের স্বীকৃতি পেল নোয়াখালীর ‘সুমন এজেন্সি’


মেটলাইফ বাংলাদেশের ‘সেরা এজেন্সি ২০২৪’ হিসেবে স্বীকৃতি পেয়েছে নোয়াখালীর ‘সুমন এজেন্সি’। জীবন বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, সন্তোষজনক গ্রাহকসেবা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ২০২৪ সালে সারা দেশের সব এজেন্সির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য সুমন এজেন্সিকে এই স্বীকৃতি দিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

নোয়াখালীর মাইজদি কোর্ট মেইন রোডে অবস্থিত সুমন এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার সফি উল্ল্যাহ সুমনের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে তাঁর এজেন্সির সব ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। প্রতিবছর শুধু একটি এজেন্সিকেই এই সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়।

সফি উল্ল্যাহ সুমন ২০০৮ সালে মেটলাইফে ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালে ইউনিট ম্যানেজার হিসেবে পদোন্নতি পান। ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে পদোন্নতি পান।

সুমন এজেন্সি অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্রাঞ্চ ম্যানেজার সফি উল্ল্যাহ সুমনের হাতে ‘সেরা এজেন্সি ২০২৪’ ট্রফি তুলে দেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেশনস অফিসার কামরুল আনাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান এবং বিভিন্ন কর্মকর্তা।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বাংলাদেশের সেরা এজেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ায় সুমন এজেন্সিকে অভিনন্দন। এই সাফল্য প্রমাণ করে যে দেশের যেকোনো জায়গা থেকেই বিমা খাতে সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব এবং দেশের বেকারত্ব দূর করতে বিমা খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত