তিতাস গ্যাস কোম্পানির আমিনবাজার ডিআরএসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। এ জন্য বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা সাভার, হেমায়েতপুরসহ রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউটেড কোম্পানির আমিনবাজার ডিআরএসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা সাভার ও হেমায়েতপুর এবং রাজধানীর কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
ঢাকা মহানগরীর মধ্যে গ্যাসের চাপ কম থাকবে আমিনবাজার, মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ (খোলামুড়া হতে কলাতিয়া, হযরতপুর) হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং এর আশপাশের এলাকায়।