‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। সমাপনী দিনে দেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ ও অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, আবুধাবিভিত্তিক দ্য এন্ট্রাপ্রেনিউরস গ্রুপ এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে।
আরেকটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং দ্য এন্ট্রাপ্রেনিউরস গ্রুপের মধ্যে।
এ ছাড়া হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও দ্য এন্ট্রাপ্রেনিউরস গ্রুপের মধ্যে একটি দ্বিপক্ষীয় এমওইউ সই হয়েছে।
হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও জেপিজি ইনভেস্টমেন্টসের মধ্যেও আরেকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়।