Homeঅর্থনীতিবিএসইসি কমিশনের পদত্যাগ দাবিতে কর্মবিরতি ঘোষণা

বিএসইসি কমিশনের পদত্যাগ দাবিতে কর্মবিরতি ঘোষণা


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগ দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। দিনভর আন্দোলন ও অবরুদ্ধ থাকার পরও তারা পদত্যাগ না করায় আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৫ মার্চ) কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএসইসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল আলম জানান, ‘পুরো কমিশন যতক্ষণ পদত্যাগ না করবেন, ততক্ষণ কর্মবিরতি চলবে।’

এরআগে, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা চারদফা দাবি জানিয়ে এসব দাবি না মানলে পদত্যাগের আন্দোলন শুরু করে। এক পর্যায়ের কমিশনের চতুর্থ ফ্লোরে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করা হয়।

বিদ্যুৎ লাইন বন্ধ করে কমিশনে ব্লাক আউট করা হয়। বেলা ২টার দিকে সেনাবাহিনীরা সদস্যরা কমিশন ভবনে প্রবেশ করে। সাড়ে তিনটার দিকে অবরুদ্ধ শীর্ষ কর্মকর্তাদের উদ্ধার করে সেনাবাহিনী।

উল্লেখ্য, বর্তমানে পাঁচ সদস্যবিশিষ্ট কমিশনে চেয়ারম্যান ও তিনজন কমিশনার দায়িত্ব পালন করছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত