Homeঅর্থনীতিবিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হলো ইউএস-বাংলা এয়ারলাইনস

বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হলো ইউএস-বাংলা এয়ারলাইনস


বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হলো ইউএস-বাংলা এয়ারলাইনস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১৭: ৫৬

ছবি

ছবি: সংগৃহীত

দেশের পর্যটন শিল্পের বিকাশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর হাতিরঝিলে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে এ প্রতিযোগিতায় স্পনসর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম জানিয়েছেন, প্রতিযোগিতার পুরুষ, নারী ও ফান ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকবে আকর্ষণীয় এয়ার টিকিট। বিজয়ীরা যথাক্রমে ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের ফ্রি টিকিট পাবেন। এ ছাড়া প্রতিযোগীদের মধ্য থেকে সৌভাগ্যবান তিনজনকেও একই রুটের এয়ার টিকিট দেওয়া হবে।

বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন জানিয়েছেন, ইভেন্টটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। একটি সাড়ে ৭ কিলোমিটার ও অপরটি ২ কিলোমিটার ফান রান। নারী-পুরুষ–নির্বিশেষে পাঁচ বছরের ঊর্ধ্বে যে কেউ রেজিস্ট্রেশনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন।

রানটি হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সকাল ৬টায় শুরু হয়ে ৯০ মিনিট পর হাতিরঝিল এম্পিথিয়েটারে শেষ হবে। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন @Beautiful Bangladesh Run 2025 এই ঠিকানায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত