Homeঅর্থনীতিবিআইডিএসের নতুন মহাপরিচালক এ কে এনামুল হক

বিআইডিএসের নতুন মহাপরিচালক এ কে এনামুল হক


বিআইডিএসের নতুন মহাপরিচালক এ কে এনামুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২১: ৪১

ছবি

বিআইডিএসের নতুন মহাপরিচালক এ কে এনামুল হক। ফাইল ছবি

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. এ কে এনামুল হক। বৃহস্পতিবার তিনি প্রতিষ্ঠানের সদ্য সাবেক মহাপরিচালক ড. বিনায়ক সেনের স্থলাভিষিক্ত হন। বিআইডিএসের জনসংযোগ কর্মকর্তা অনাবিল ঘোষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক এনামুল হক ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন পরিবেশবিষয়ক অর্থনীতিবিদ হিসেবে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ বিশেষ করে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, কৃষি এবং শহরের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর গবেষণা রয়েছে।

অধ্যাপক এনামুল বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), সেভ দ্য চিলড্রেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), ইউএনডিপিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং কানাডার অন্টারিওর গ্যলফ বিশ্ববিদ্যালয় থেকে ‘ন্যাচারাল রিসোর্স ইকোনমিকস’-এর ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত