Homeঅর্থনীতিবাইডেনের পাঠানো অর্থে নজরদারির ইঙ্গিত, সচিবালয়ে অর্থ উপদেষ্টা

বাইডেনের পাঠানো অর্থে নজরদারির ইঙ্গিত, সচিবালয়ে অর্থ উপদেষ্টা


বাইডেনের পাঠানো অর্থে নজরদারির ইঙ্গিত, সচিবালয়ে অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ১৭

ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কিছু টাকা পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশে কোথায় কীভাবে এ টাকা খরচ হয়েছে, এ বিষয়ে আপনি কোনো তদন্ত করবেন কি না অর্থ উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।

জবাবে সম্পূরক উত্তর হিসেবে এ সময় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের মোটিভেটেড কাজে বিদেশি অর্থ ব্যবহার না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে। তবে জো বাইডেনের পাঠানো অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বা খরচের খাত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

মূল্যস্ফীতির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশ হলেও রমজান শেষ হওয়ার পর এই মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে আমরা চেষ্টা করছি রমজানের সময়ও যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত