Homeঅর্থনীতিবাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব-২০২৪-এর পুরস্কার বিতরণ

বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব-২০২৪-এর পুরস্কার বিতরণ


বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত ‘রেমিট্যান্স উৎসব-২০২৪’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ছয়ফুল্লাকান্দি বাজার শাখায় আজ রোববার (২ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম বিজয়ী রেমিট্যান্স গ্রাহক বিথী আক্তারকে পুরস্কার হিসেবে একটি স্বর্ণের হার দেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) রেমিট্যান্স উৎসবে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং মুখ্য আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ খান।

ছয়ফুল্লাকান্দি বাজার শাখার ব্যবস্থাপক মো. মোসাব্বির হোসাইন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীসহ শাখার অন্যান্য গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত