Homeঅর্থনীতিফ্রান্সের ঋণমান কমিয়েছে মুডিস

ফ্রান্সের ঋণমান কমিয়েছে মুডিস


ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়ে এএ৩ করেছে। এই রেটিং কমানোর পেছনে কারণ হিসেবে দেশটির দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংকট এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বায়রুর নিয়োগকে উল্লেখ করা হয়েছে।

গতকাল শনিবার এক বিবৃতিতে মুডিস জানিয়েছে, ফ্রান্সের ‘রাজনৈতিক বিভাজন’ এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা পালন করেছে। এ পরিস্থিতি এমন সময়ে এসেছে, যখন কঠোর বাজেট পরিকল্পনাকে কেন্দ্র করে সংঘাতের জেরে মিশেল বার্নিয়ারের সরকারকে ঐতিহাসিক অনাস্থা ভোটের মাধ্যমে অপসারণ করেছে সংসদ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রান্সের রেটিং এএ৩-এ নামানোর সিদ্ধান্ত আমাদের এ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে যে দেশটির রাজনৈতিক বিভাজনের কারণে জনসাধারণের অর্থব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হবে এবং অদূর ভবিষ্যতে বড় বাজেট ঘাটতি কমানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ সীমিত থাকবে।

ফ্রাঁসোয়া বায়রু হচ্ছেন ২০২৪ সালে ফ্রান্সের চতুর্থ প্রধানমন্ত্রী। মাত্র তিন মাস দায়িত্বে থাকার পর বার্নিয়ার পদচ্যুত হয়েছেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে এখন প্রথমে এমন একটি মন্ত্রিসভা গঠন করতে হবে, যা বিভক্ত সংসদে অনাস্থা ভোটে টিকে থাকতে সক্ষম হবে। সেই সঙ্গে তাঁকে ২০২৫ সালের বাজেট চূড়ান্ত করতে হবে, যা অর্থনৈতিক অস্থিরতা কমানোর লক্ষ্যে তৈরি হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত