সব ধরনের ব্যাংকিং সুবিধা নিয়ে বড় পরিসরে গ্রাহকদের আধুনিক এবং সর্বোত্তম সেবা দিতে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ঢাকা ইপিজেড শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। নতুন ঠিকানা হলো সাভারের কমার্শিয়াল কমপ্লেক্স অব ঢাকা ইপিজেডের ৩য় তলায়।
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং ঢাকা ইপিজেড শাখা প্রধান এফভিপি মো. মাহফুজুর রহমান, রিং শাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ পিয়াল, কুইন সাউথ টেক্সটাইলের সিএফও মো. মাসুদ রানা, সরকার প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুকসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন গণ্যমান্য অতিথিরা।