Homeঅর্থনীতিপোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্নের দাবি বিজিএমইএ’র

পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্নের দাবি বিজিএমইএ’র


আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের পোশাক খাতের শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন জানান, শ্রমিকদের বেতন-বোনাস নির্বিঘ্নে পরিশোধ করতে বিজিএমইএ শুরু থেকেই উদ্যোগ নিয়েছে। সরকারের সহযোগিতায় ব্যাংকগুলো প্রণোদনার অর্থছাড় করায় উদ্যোক্তারা ফেব্রুয়ারির বেতন, মার্চের আংশিক বা পূর্ণ বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করতে সক্ষম হয়েছেন।

বেতন পরিশোধের অগ্রগতি

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৯.৫৩% কারখানা।

মার্চের ১৫/৩০ দিনের বেতন দিয়েছে ৮৩.২০% কারখানা।

ঈদ বোনাস পরিশোধ করেছে ৯৪.৭৮% কারখানা।

কিছু কারখানা ২৮ ও ২৯ মার্চ বেতন পরিশোধ করবে, ফলে ২৯ মার্চের মধ্যে প্রায় ১০০% কারখানায় বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন হবে।

বিজিএমইএ জানায়, ৪৪৫টি কারখানাকে ক্লোজ মনিটরিংয়ের আওতায় আনা হয় এবং শতাধিক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করতে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে।

যানজট কমাতে ধাপে ধাপে ছুটি
ঈদের ছুটিতে মহাসড়কে যানজট কমাতে কারখানাগুলো ২৬ মার্চ থেকে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়া শুরু করেছে। ২৯ মার্চের মধ্যে সব শ্রমিক ঈদের ছুটিতে চলে যাবেন।

বিজিএমইএ’র কৃতজ্ঞতা প্রকাশ
বেতন-বোনাস পরিশোধে সহায়তা করায় অর্থ উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যাংক, কাস্টমস, বন্দর, শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলোর এমডিদের, যারা সরকারি ছুটির দিনেও পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রেখেছেন। পাশাপাশি ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চালুর জন্য বাংলাদেশ রেলওয়ে ও সড়ক পরিবহন বিভাগের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত