Homeঅর্থনীতিপেট্রোবাংলা গ্যাসের দাম দ্বিগুণ করলে বহু কারখানা বন্ধ হবে: বিটিএমএ

পেট্রোবাংলা গ্যাসের দাম দ্বিগুণ করলে বহু কারখানা বন্ধ হবে: বিটিএমএ


গ্যাসের দাম দ্বিগুণ করা হলে দেশের টেক্সটাইল কারখানাগুলো একের পর একটা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ। তিনি সতর্ক করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবায়িত হলে বাংলাদেশের বস্ত্র খাত টেকসই থাকবে না, নতুন বিনিয়োগ আসবে না এবং ব্যাংকগুলো নতুন প্রকল্পে অর্থায়নে আগ্রহ হারাবে।

বস্ত্র খাতের সর্ব বৃহৎ প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শওকত আজিজ। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএর পরিচালক আবদুল্লাহ আল মামুন।

সম্প্রতি শিল্প ও ক্যাপটিভ গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, যা দ্বিগুণের বেশি। এই প্রস্তাবের বিরোধিতায় বিটিএমএ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী ডিটিজি ২০২৫ শুরু হবে। এবারের প্রদর্শনীতে ৩৩টি দেশের ১ হাজার ৬০০ স্টল থাকবে, যেখানে সর্বাধুনিক টেক্সটাইল যন্ত্রপাতি, ফ্যাব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি ও অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে। এ ছাড়া প্রদর্শনীতে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার আয়োজন করা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ডিটিজি ফ্যাশন শো, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে থাকছে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ দেশি-বিদেশি পেশাদার, উৎপাদক ও সরবরাহকারীদের একত্র হওয়ার সুযোগ।

প্রদর্শনীর মূল লক্ষ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের শিল্প খাতে বিনিয়োগে উৎসাহিত করা এবং সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো।

২০০৪ সাল থেকে বিটিএমএ ও ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং যৌথভাবে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন করে আসছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত