ভারতের আদানি গ্রুপের বকেয়া পেমেন্ট পরিশোধের গতি বেড়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সামনে গতি আরও বাড়বে। সেই সক্ষমতা সরকারের আছে। আদানির পেমেন্ট ৭০০ মিলিয়ন ডলার বাকি আছে, সেটিও দ্রুত সময়ের মধ্যে করে দিতে পারবো।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় হেয়ার রোডের ফরেস সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রেফিংয়ে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, বিদ্যুত আমদানির জন্য ভারতের আদানি গ্রুপ টাকা পায়, এটা সত্য। তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছি। যে ব্যাকলট (পূর্বের বিল) আছে সেটার জন্য মূলত দায়ী পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার। তারা বিশাল ফাইল অব ব্যাকলট রেখে গেছিল।
শফিকুল আলম বলেন, আদানিকে গ্রুপকে গত মাসে ৯৭ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে। যেটা আগস্ট বা আগের মাসের চেয়ে দ্বিগুণ। আমাদের তরফ থেকে সর্বোচ্চ পেমেন্ট আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রিজার্ভ বাড়া শুরু হয়েছে। আন্তজার্তিক পেমেন্টগুলো রিজার্ভে হাত না দিয়েই করতে পারছি।
তিনি জানান, আমরা কারও দ্বারা পাওয়ার হোস্টেজ (জ্বালানি নির্ভর) হবো না। নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূব জাহাঙ্গীর।