Homeঅর্থনীতিদেশে দারিদ্র্য কমলেও অসমতা বেড়েছে: সেলিম জাহান

দেশে দারিদ্র্য কমলেও অসমতা বেড়েছে: সেলিম জাহান


দেশে দারিদ্র্য কমলেও অসমতা বেড়েছে: সেলিম জাহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২৩: ৩৪

ছবি

ড. সেলিম জাহান

বিগত দশকে বাংলাদেশে দারিদ্র্য কমলেও অসমতা বেড়েছে বলে মন্তব্য করেছেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিমোচন বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান। তিনি বলেন, সুযোগের বৈষম্য থেকেই সমতার বৈষম্য তৈরি হয়।

আজ সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) কার্যালয়ে ‘বাংলাদেশ: সমসাময়িক উন্নয়ন সমস্যা’ শীর্ষক একটি বইয়ের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

ড. জাহান বলেন, পূর্ববর্তী সরকারের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যানের হেরফের থেকে শুরু করে এলডিসি থেকে আসন্ন উত্তরণ পর্যন্ত বর্তমানে বাংলাদেশের সামনে থাকা চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। তিনি বলেন, ‘একটা বিষাক্ত পুরুষতান্ত্রিক সমাজে আমরা বসবাস করছি। ফলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আন্তপ্রজন্ম বৈষম্য হচ্ছে। তাই আমাদের ভাবতে হবে, আমার পরিবেশকে বেশি ভোগ করছি কি না।’

জিডিপি প্রবৃদ্ধির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার পাশাপাশি এর সুবিধাগুলোর অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্য বণ্টন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এই অর্থনীতিবিদ। এ ছাড়া তিনি সমসাময়িক আর্থসামাজিক ও প্রশাসনিক বিষয়, ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারকে ন্যায্য পুনর্বণ্টনমূলক নীতিমালার প্রতি আরও আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত