Homeঅর্থনীতিদেশব্যাপী ইয়ামাহা রাইডারস্ ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশব্যাপী ইয়ামাহা রাইডারস্ ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত


ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদের সংগঠন ইয়ামাহা রাইডারস্ ক্লাব এবার দেশব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের প্রতিটি জেলায় শাখা থাকা এই সংগঠনের নিবন্ধিত সদস্য সংখ্যা ১৫ হাজারের বেশি। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল রাইডিংয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রমেও অংশগ্রহণ করে থাকেন।

এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ৩১৪ জন প্রতিযোগী অংশ নেন। তারা ১৫৭টি দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ছেলে ও মেয়ে উভয় বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা মোট ২৮ দিনব্যাপী চলে।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে ডি বক্স স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল পর্ব। এতে মোট চারটি ক্যাটাগরির চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত