Homeঅর্থনীতিডেসকো বোর্ডের ৫০০তম বোর্ড সভা অনুষ্ঠিত

ডেসকো বোর্ডের ৫০০তম বোর্ড সভা অনুষ্ঠিত


ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ৫০০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় মিরপুরের ডেসকো’র স্ক্যাডা সেন্টারে অনুষ্ঠিত হয়। ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভার শুরুতে পবিত্র মাহে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ডেসকোর মাধ্যমে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ৫০০তম বোর্ড সভায় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালকসহ সব সদস্যের উপস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান মানসম্মত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ হন।

সভায়  প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পিপিপিএ ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সঠিক, সৎ এবং দক্ষ নেতৃত্বের জন্য এবারের পবিত্র মাহে রমজানে ডেসকোসহ সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। কোনও যাদু-মন্ত্র নয়, শুধু সঠিক নেতৃত্বের সুনির্দিষ্ট নির্দেশনায় রমজান মাসে সারা দেশে শতভাগ গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, অতিরিক্ত সচিব (অব.) ও পরিচালক এ এইচ এম জিয়াউল হক, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত