Homeঅর্থনীতিডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে’ অনুষ্ঠিত

ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে’ অনুষ্ঠিত


বিসিএমইএর উদ্যোগে ‘শেপিং বাংলাদেশ: ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে’ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫৭

ছবি

‘শেপিং বাংলাদেশ: ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়নের মাধ্যমে উজ্জ্বল বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল শেপিং ‘বাংলাদেশ: ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে’ শিরোনামের অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিল্ডিং ম্যাটেরিয়ালের বিশেষজ্ঞরা বাংলাদেশের ক্রমবর্ধমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রবৃদ্ধি বাড়ানোর কৌশল তুলে ধরেন। আলোচনায় বিভিন্ন প্রকৌশলী, স্থাপত্যবিদ ও নির্মাণশিল্পের ব্র্যান্ড প্রধানগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন—বিসিএমইএ আয়োজিত এ অনুষ্ঠানে প্রিন্সিপাল স্পনসর হিসেবে আকিজ সিরামিক এবং পাওয়ার্ড বাই স্পনসর হিসাবে ফ্রেশ ও এক্স সিরামিক অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের টাইলসের প্রদর্শনীও ছিল।

এই অনুষ্ঠানে অধ্যাপক প্রকৌশলী ড. শামীম জেড. বসুনিয়া ও অধ্যাপক আর্কিটেক্ট শামসুল ওয়ারেসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আবু সায়ীদ এম আহমেদ, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম রেজু, বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দিন ও বিসিএমইএ বোর্ড সদস্যগণ এবং গণ্যমান্য অতিথিরা। অনুষ্ঠানে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের পাঁচ বছর পূর্তিতে কেক কাটা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত