শীত ও গ্রীষ্মকালীন পোশাকে ৫০ শতাংশ মূল্যছাড় দিয়েছে টুয়েলভ ক্লদিং। দেশের ৪১ আউটলেটের পাশাপাশি টুয়েলভের ই-কমার্সে এই মূল্যছাড় উপভোগ করা যাবে।
টুয়েলভ ক্লদিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুখবর নিয়ে এসেছে টুয়েলভ ক্লদিং। মূল্যছাড়ের বিশেষ ক্যাম্পেইন চলছে টুয়েলভে। শীত ও গ্রীষ্মকালীন পোশাকে যেকোনো কেনাকাটায় চলছে ফ্ল্যাট, ৫০ পারসেন্ট মূল্যছাড়।
নারী, পুরুষ ও শিশুদের আকর্ষণীয় সব ধরনের পোশাকের ফ্যাশনেবল কালেকশন সাজিয়েছে টুয়েলভ। দেশের ৪১ আউটলেটের পাশাপাশি টুয়েলভের ই-কমার্সেরও চলছে এই ছাড়।
নিট, জ্যাকেটের পাশাপাশি টুপিস, থ্রিপিস, ফরমাল কিংবা পাঞ্জাবিতেও তরুণ প্রজন্মের পছন্দ টুয়েলভ। তাঁরা কেনাকাটায় এই মূল্যছাড় উপভোগ করতে পারবেন।