Homeঅর্থনীতিজামিন নিয়ে পদত্যাগ করলেন বিএসইসির ইডি মাহবুবুল আলম

জামিন নিয়ে পদত্যাগ করলেন বিএসইসির ইডি মাহবুবুল আলম


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (ইডি) মো. মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। আজ সোমবার (১০ মার্চ) তিনি অফিস করেন এবং পদত্যাগপত্র বিএসইসির চেয়ারম্যান বরাবর জমা দেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছি। সোমবার অফিস করেছি। সার্বিক দিক বিবেচনা করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

তবে এ বিষয়ে জানার জন্য ফোন করা হলে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করা হলেও উত্তর দেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহবুবুল আলম দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বিএসইসিতে কর্মরত ছিলেন। তবে গত ৫ মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিএসইসির ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়।

এরপর রোববার (৯ মার্চ) আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মাহবুবুল আলম। একই দিনে ও পরদিন আরও ১৩ কর্মকর্তা জামিন নেন। তবে এখনও পর্যন্ত সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা ও উপ-পরিচালক তৌহিদুল ইসলাম জামিন নেননি।

বিএসইসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৫ জন কর্মকর্তাকে শোকজ এবং গত মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বিএসইসির বর্তমান কমিশন। এরপরই কর্মকর্তারা একজোট হয়ে বুধবার পদত্যাগের দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। পরদিন বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন।

তবে অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না বলে জানান বিএসইসি চেয়ারম্যান। ওই দিনই বিএসইসি চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত