প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের প্রধান লক্ষ্য হচ্ছে— চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আনা। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা চীনে যাচ্ছেন, তার মূল ফোকাস— চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, যারা বৈশ্বিক বাজারে প্রভাবশালী।’
মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে ‘এলডিসি উত্তরণ: কৃষি খাতে প্রভাব ও রফতানি বহুমুখীকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইআরএফ ও বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
বিনিয়োগ আনতে বিশেষ উদ্যোগ
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা শুধু রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠকই নয়, বরং চীনের বেসরকারি খাতের বিনিয়োগকারীদের সঙ্গেও বিশেষভাবে আলোচনা করবেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। চীনা উদ্যোক্তারা এদেশে এসে কারখানা স্থাপন করুন— এটাই প্রধান বার্তা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘প্রফেসর ইউনূস চান— বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে। কর্মসংস্থান বাড়ানোর জন্য তিনি কাজ করছেন। তবে কিছু বাধা রয়েছে, সেগুলো কীভাবে দূর করা যায়, সেই পরিকল্পনাও চলছে।’
রফতানি বহুমুখীকরণের উদ্যোগ
শফিকুল আলম বলেন, ‘সরকার শুধু পোশাক শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে অন্যান্য খাতেও রফতানি বাড়াতে চায়। এজন্য হালাল মাংস ও অন্যান্য হালাল পণ্যের ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বন্দর সক্ষমতা বাড়ানো সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিদিন এর কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে, যেন বাণিজ্য আরও সহজ হয়।’
প্রেস সচিব বলেন, ‘বিশ্বজুড়ে বাণিজ্য প্রতিযোগিতা চলছে। বাংলাদেশ যেন এর সুবিধা নিতে পারে, সে বিষয়ে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার একটি ভিত্তি গড়ে দেবে, যা বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
অনুষ্ঠানে ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতির দায়িত্ব পালন করেন। সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
এছাড়া, প্যানেল আলোচক হিসেবে মতামত দেন ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মহাসচিব আশরাফুল হক চৌধুরী।