Homeঅর্থনীতিখেলাধুলার মাধ্যমে শিশুদের পূর্ণ বিকাশ নিশ্চিতে সার্ফ এক্সেলের নতুন উদ্যোগ

খেলাধুলার মাধ্যমে শিশুদের পূর্ণ বিকাশ নিশ্চিতে সার্ফ এক্সেলের নতুন উদ্যোগ


সার্ফ এক্সেল নিয়ে এসেছে দারুণ একটি নতুন প্ল্যাটফর্ম এক্সেল চ্যাম্পস। উদ্দেশ্য শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করা। রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়।

শারীরিক, মানসিক, সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধি—এ চারটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে এক্সেল চ্যাম্পস শিশুদের পরিপূর্ণ বিকাশে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলোর অধ্যক্ষ, মনোবিজ্ঞানী ও ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। কীভাবে সৃজনশীল খেলাধুলা শিশুদের জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং সার্বিক সুস্থতা নিশ্চিত করে, এসব বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন।

বর্তমানে ৭৫ শতাংশ শিশু অতিরিক্ত স্ক্রিন টাইম ও বাইরে কম যাওয়ার ফলে একসঙ্গে খেলাধুলার

উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছে। সার্ফ এক্সেলের নতুন প্ল্যাটফর্ম এই প্রবণতা বদলাতে চায়, যাতে শিশুরা দলবদ্ধভাবে খেলাধুলায় অংশ নিতে পারে এবং সহনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতা গড়ে তুলতে পারে।

এক্সেল চ্যাম্প একটি আন্তবিদ্যালয় প্রতিযোগিতা হিসেবে আয়োজিত হবে, যেখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এখানে খেলাধুলার ফলে শিশুদের পরিবর্তনশীল বিকাশের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হবে।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নূরুল মনোয়ার বলেন, ‘আমরা চাই শিশুরা শুধু পড়াশোনায় নয়, জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায়ও দক্ষ হয়ে উঠুক। এক্সেল চ্যাম্প আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন, যা কার্যকর, কিন্তু সহজ খেলাধুলার মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত