Homeঅর্থনীতিখাবার সরবরাহে অংশীদারত্ব চুক্তি করল ফুডি ও অ্যাট দ্য টেবিল

খাবার সরবরাহে অংশীদারত্ব চুক্তি করল ফুডি ও অ্যাট দ্য টেবিল


নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২৩: ৪২

ছবি: সংগৃহীত

অংশীদারত্ব চুক্তি করেছে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডি এবং অ্যাট দ্য টেবিল। এই চুক্তির ফলে ফুডি অ্যাপের মাধ্যমে অ্যাট দ্য টেবিলের ২০টির বেশি রেস্তোরাঁর খাবার এখন গ্রাহকদের ঘরে সরবরাহ করা যাবে।

সম্প্রতি ঢাকায় এ দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা মো. শাহনেওয়াজ মান্নান, ক্যাটাগরির প্রধান সৈয়দ সাজিবুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ শাকিব হাসান আয়ন।

অ্যাট দ্য টেবিলের পক্ষে উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার সোয়াইন সোহরিদ, জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান এবং প্রধান অ্যাডমিন খন্দকার কামরুন নাহার।

এ অংশীদারত্ব চুক্তির বিষয়ে ফুডির সিওও মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘ফুডি সব সময় চায় গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে এবং খাদ্যপ্রেমীদের চাহিদা পূরণ করতে। আমরা আশা করছি, এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকেরা সহজে মানসম্মত খাবার উপভোগ করতে পারবেন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত