Homeঅর্থনীতিক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তার সুপারিশ

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তার সুপারিশ


পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা প্রদান করতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সুপারিশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একইসঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরণ এবং করনীতিতে কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।

আজ মঙ্গলবার ডিএসইর চেয়ারম‍্যান মমিনুল ইসলাম এবং ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে আট সদস‍্যের একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টার অফিসে সৌজন‍্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও এবং ডিবিএর জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাইফুদ্দিন ও সহসভাপতি ওমর হায়দার।

এ সময় পুঁজিবাজারের সংস্কারে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং নীতিসহায়তার জন‍্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রতিনিধি দলের সদস্যরা। এ ছাড়াও বাজার উন্নয়নে প্রধান অন্তরায় এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাব দেন তাঁরা।

উপদেষ্টা ড. সালেহউদ্দিন প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন। পুঁজিবাজারের উন্নয়নে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সকল অংশীজনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত