Homeঅর্থনীতিকৃষিঋণেও সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক

কৃষিঋণেও সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক


এখন থেকে যেকোনও পরিমাণ কৃষি ও পল্লী ঋণ অনুমোদন কিংবা নবায়নের জন্য সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট যাচাই বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগ এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। এতদিন আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণে সিআইবি রিপোর্ট প্রয়োজন ছিল না। ফলে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিসংখ্যান ঠিকভাবে যাচাই করা সম্ভব হতো না, যা খেলাপি ঋণ বাড়ানোর ঝুঁকি তৈরি করছিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন সিআইবি প্রতিবেদন সংগ্রহ আগের চেয়ে সহজ হয়েছে। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর ক্রেডিট তথ্য যাচাই করতে পারবে।

নতুন নিয়ম অনুযায়ী, এমএফআই লিংকেজ ঋণ ব্যতীত কৃষি ও পল্লী ঋণের যেকোনও নতুন আবেদন বা মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে সিআইবি রিপোর্ট বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে। তবে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি ঋণ নীতিমালার অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নির্দেশনাটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত