পর্যটননগরী কক্সবাজারে আরও আধুনিক ব্যাংকিংসেবা পৌঁছে দিতে নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। কলাতলীর এ ব্রাঞ্চটি কক্সবাজার শহরে ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় ব্রাঞ্চ।
কক্সবাজার শহরে দুটি ব্রাঞ্চ চালু হওয়ার ফলে গ্রাহকেরা এখন আরও বড় পরিসরে ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
দেশি-বিদেশি পর্যটক এবং ভ্রমণপিপাসু মানুষের পছন্দের শীর্ষস্থানে রয়েছে কক্সবাজার। এর শহর ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজে ১ লাখ ৭০ হাজার পর্যটকের জন্য রাতযাপনের ব্যবস্থা রয়েছে। বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নগরীতে আরেকটি ব্রাঞ্চ উদ্বোধনের ফলে ব্র্যাক ব্যাংক আরও বেশি গ্রাহকদের কাছে ব্যাংকিংসেবা পৌঁছে যেতে পারবে। দেশের মানুষের কাছে সর্বোত্তম ব্যাংকিংসেবা পৌঁছে দিতে এটি ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
৬ ফেব্রুয়ারি ২০২৫ ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন কলাতলী ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, জ্যেষ্ঠ জোনাল হেড (নর্থ) এ কে এম তারেক, জ্যেষ্ঠ জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্য কর্মকর্তারা।
কলাতলী ব্রাঞ্চের উদ্বোধন প্রসঙ্গে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘দেশের প্রতিটি এলাকার গ্রাহকের কাছে ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে আমরা সারা দেশে আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছি। বড় পরিসর এবং ডিজিটাল ব্যাংকিংসক্ষম ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেশের প্রতিটি কোনায় গ্রাহকদের জন্য সর্বাধুনিক এবং স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।’
উল্লেখ্য, ১৮৯টি ব্রাঞ্চ, ৭৪টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কসমৃদ্ধ ব্যাংক।