Homeঅর্থনীতিএস আলম গ্রুপের ৯ কারখানা বন্ধ, হাজারো শ্রমিকের জীবিকা অনিশ্চিত

এস আলম গ্রুপের ৯ কারখানা বন্ধ, হাজারো শ্রমিকের জীবিকা অনিশ্চিত


দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় খেলাপি শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থিত কারখানাগুলোতে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বন্ধের নোটিশ সাঁটানো হয়।

এসব কারখানায় অন্তত ১৩ হাজার শ্রমিক কাজ করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। কারখানা বন্ধ ঘোষণার পর বিক্ষোভ করেছেন জীবিকা নিয়ে অনিশ্চয়তায় থাকা এসব শ্রমিক।

তবে পরিস্থিতির উন্নতি হলে কারখানা আবার চালুর আশ্বাস দিয়ে কর্মকর্তারা তাঁদের বলেন, মূলত কাঁচামাল সংকটের কারণে কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ সংকট দূর হলে কারখানাগুলো আবার উৎপাদনে আসবে।

বন্ধ ঘোষণা করা ৯টি কারখানাগুলোর মধ্যে আছে—এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এস আলম কোল্ড রোল্ড স্টিলস–নফ, এস আলম পাওয়ার জেনারেশন ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।

এ বিষয়ে এস আলম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. হোসাইন রানা আজকের পত্রিকাকে বলেন, কাঁচামাল সংকটের কারণে এস আলম গ্রুপের ৯টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সংকটের সমাধান হলে কারখানাগুলো আবার উৎপাদনে যাবে।

তিনি আরও বলেন, ‘ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড ও চেমন ইস্পাত লিমিটেডসহ আরো তিনটি কারখানা বন্ধ ঘোষণা করা হলেও এগুলোতে কোনো বিক্ষোভ হয়নি।’

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল (২৫ ডিসেম্বর) বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কর্ণফুলীর কালারপুল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের হাজারখানেক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছেন। কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার–পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা জানান অনেক শ্রমিক।

এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ ইউনুস জানান, কারখানা বন্ধের বিষয়টি নোটিশ দিয়ে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, মূলত সংশ্লিষ্ট ব্যাংকের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় কারখানাগুলোর জন্য কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। ফলে উৎপাদন চালু রাখা যাচ্ছে না। এ জন্য সাময়িকভাবে কারখানা বন্ধ করা হয়েছে। এসব কারখানায় অন্তত ১৩ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করতেন বলেও এসব কর্মকর্তারা জানিয়েছেন।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে গ্রুপটি ইসলামী ব্যাংক দখল করে নেয়। এরপর আরও একাধিক ব্যাংক ও বিমা দখল করে নামে-বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেয়।

পাশাপাশি গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও ঋণ অনুমোদন করা হয়। এই গ্রুপের নিয়ন্ত্রণে ছিল ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত