Homeঅর্থনীতি‘এলজি ওলেড ইভো সি-৪’ সিরিজের টিভি বাজারে আনল র‍্যাংগস ইলেকট্রনিকস

‘এলজি ওলেড ইভো সি-৪’ সিরিজের টিভি বাজারে আনল র‍্যাংগস ইলেকট্রনিকস


দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস কোম্পানি এবং বাংলাদেশে এলজি ইলেকট্রনিকসের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে এলজি ওলেড ইভো সি-৪ সিরিজের টিভি উদ্বোধন করেছে।

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষ থেকে ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, মি জেরাল্ড চোন যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলমসহ র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ও এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।

ক্রেতাদের নতুন সিরিজের প্রতি আকর্ষণের কথা চিন্তা করে র‍্যাংগস ইলেকট্রনিকস বরাবরই প্রিমিয়াম সিরিজ টিভি সবার আগে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকার বাংলামোটরের সোনারতরী টাওয়ারে এলজি ওলেড ইভো সি-৪ সিরিজ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নতুন সিরিজের এ টিভিসহ এলজির সব পণ্য পাওয়া যাবে দেশব্যাপী র‍্যাংগস ইলেকট্রনিকসের বিভিন্ন শোরুম ও অনলাইন স্টোরে (shop.rangs.com.bd)।

উদ্বোধনী অফার হিসেবে এলজি ওলেড ইভো সি-৪-এর সঙ্গে থাকছে ফাইভ স্টার হোটেল দ্য কক্স টুডেতে ৩ দিন ২ রাতের কাপল ট্যুর প্যাকেজ।

লেটেস্ট মডেলের এই টিভিতে ব্রাইটনেস বুস্টার থাকার কারণে আগের তুলনায় ৩০ পারসেন্ট বেশি ব্রাইট ডিসপ্লে পাওয়া যাবে। আলফা ০৯,০৭ জেনারেশন প্রসেসর ব্যবহৃত হওয়ার জন্য যেকোনো গেম খেলা যাবে একদম নিরবচ্ছিন্নভাবে। ভার্চুয়াল ৯.১. ২ আপ-মিক্স অবজেক্ট বেজড ৩ডি সারাউন্ড সাউন্ড সিস্টেমে উপভোগ করা যাবে অনন্য সাউন্ড অ্যান্ড মিউজিক। আরও থাকছে আলট্রা স্লিম ডিজাইন এবং হ্যান্ডস-ফ্রি ভয়েস কমান্ড। চোখের প্রশান্তি দেয় এমন ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করার জন্য ৫০ পারসেন্ট কম ক্ষতিকর বেগুনি রশ্মি ও ফ্লিকার-ফ্রি টিভি দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে এই টিভিতে।

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশের বাজারে অফিশিয়াল ইলেকট্রনিকস পণ্য বাজারজাত করছে ও নিশ্চিত করে যাচ্ছে অফিশিয়াল বিক্রয়-উত্তর সেবা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত