Homeঅর্থনীতিঈদ ডাবল খুশি অফার সিজন-৩ নিয়ে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন শুরু

ঈদ ডাবল খুশি অফার সিজন-৩ নিয়ে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন শুরু


ঈদ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই ঈদের খুশিকে সর্বজনীন করতে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের পণ্যে শুরু হচ্ছে ‘ডাবল খুশি অফার’ সিজন-৩।

এর আগেও ঈদ ডাবল খুশি অফার ক্রেতাদের মাঝে বিপুল সাড়া ফেলেছিল। ২ বছরের ধারাবাহিকতায় অসংখ্য ক্রেতাসাধারণের চাহিদার কথা চিন্তা করে দেশের ১ নম্বর কোয়ালিটি ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনা এবারও নিয়ে এসেছে ঈদ ডাবল খুশি অফার সিজন-৩।

সম্প্রতি যমুনা ইলেকট্রনিকসের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর প্রেস কনফারেন্স অনুষ্ঠানের মাধ্যমে ঈদ ডাবল খুশি অফার কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

এই অফারের আওতায় সম্মানিত ক্রেতা সারা দেশব্যাপী যমুনা ইলেকট্রনিকসের সব শোরুম, ডিলার শোরুম, অনলাইন থেকে ঈদ ডাবল খুশি অফার-সিজন-৩-এ যমুনা পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে জিতে নিতে পারেন নিশ্চিত ঈদ উপহার, বিদেশ ভ্রমণের সুযোগ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ডিসকাউন্ট। এ অফারে যমুনা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসিসহ হোম অ্যাপ্লায়েন্স পণ্য ২০,০০০ টাকার বেশি কিনলেই ডিজিটাল রেজিস্ট্রেশন করে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার, বিদেশ ভ্রমণের সুযোগ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নিশ্চিত নগদ ডিসকাউন্ট।

এই ঈদ_ডাবল_খুশি_অফার সম্পর্কে বলতে গিয়ে যমুনা ইলেকট্রনিকসের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, যমুনার পণ্য দেশসেরা। সাধারণ মানুষ যাতে এ পণ্য কিনে লাভবান হতে পারেন, সে জন্যই এমন বিশেষ উদ্যোগ। এ উদ্যোগে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের পণ্য কিনলেই নিশ্চিত উপহার জিতে নিতে পারবেন ক্রেতাসাধারণ।

যমুনা ইলেকট্রনিকসের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম বলেন, ক্রেতারা যমুনা প্লাজা, ডিলার শোরুম, রিটেইলার শপ থেকে যমুনা পণ্য কিনলে এই অফার পাওয়া যাবে।

জীবনের সব প্রয়োজন আয়োজনে পাশে থাকতে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস কোয়ালিটি হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাতকরণ করছে; যার মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ব্লেন্ডার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, আয়রনসহ আরও অন্যান্য স্মল অ্যাপ্লায়েন্স।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিরেক্টর সেলস ডক্টর মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, জিএম অ্যাকাউন্টস সফিক উদ্দিন আহমেদ এফসিএ, ডিরেক্টর এইচসিএম বিজনেস অপারেশনস আফসার উদ্দিন, হেড অব আইটি মো. মেহেদি হাসান, হেড অব সেলস প্লাজা মোহাম্মদ মিজানুর রহমান, হেড অব সেলস মো. আব্দুল আলীম শিমুল, মাকসুদুর রহমান-ডিজিএম সেলস, নাজমুল হক জনি-ডিজিএম, মাহাবুবুর রহমান, এজিএম, ব্যান্ড ডেভেলপমেন্ট, রুহুল কে সাগর (হেড অব মার্কেটিং প্লাজা অ্যান্ড ই-কমার্স), মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র ম্যানেজার, অপারেশন, সহপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ও অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন অনলাইন স্টোরে





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত