Homeঅর্থনীতিঈদের ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক-বিমা-পুঁজিবাজার

ঈদের ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক-বিমা-পুঁজিবাজার


ঈদের ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক-বিমা-পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১৫: ০৯

ছবি

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে ফের ব্যাংক ও বিমা খাতের কর্মযজ্ঞ শুরু হবে। একই সঙ্গে পুঁজিবাজারেও লেনদেন শুরু হবে। ফের কর্মচঞ্চল হয়ে উঠবে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো।

গত ৩১ মার্চ পালিত হয় মুসলমান ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ। এই ঈদ উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে সরকার। ঈদুল ফিতরের সাধারণ ছুটি শুরু হওয়ার আগে ২৮ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটির দিন। আর ঈদের ছুটি শেষে ৪ এপ্রিল (শুক্রবার) ও ৫ এপ্রিল (শনিবার) হওয়ায় আরও দুদিন ছুটি পাওয়া যায়। সব মিলিয়ে ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকে সরকারি কর্মক্ষেত্রগুলো।

টানা ৯ দিনের এই ছুটি শেষ হচ্ছে আজ শনিবার।

ঈদের ছুটি শুরুর আগের দিন পর্যন্ত রমজান মাসে দেশের পুঁজিবাজারে লেনদেন হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন ছিল। ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট, অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না, তবে ক্লোজিং দামে শেয়ার কেনাবেচা করা যাবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত