Homeঅর্থনীতিঈদের ছুটিতেও সচলথাকবে অর্থনীতি

ঈদের ছুটিতেও সচলথাকবে অর্থনীতি


আসন্ন ঈদুল ফিতরে দেশজুড়ে টানা ৯ দিনের ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কার্যক্রম সচল রাখার জন্য উপদেষ্টা পরিষদের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন এবং প্রয়োজনে বন্ধের মধ্যেও বৈঠক করবেন। যদি কেউ বিদেশে থাকেন, তবে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংযোগ রক্ষা করা হবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত রাখতে সরকার সচেষ্ট রয়েছে। বিশেষ করে চাল ও অন্যান্য ভোগ্যপণ্য আমদানির বিষয়ে সরকার বিশেষ নজর দিচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সাতটি মন্ত্রণালয়ের ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে ৬ হাজার ৭৮২ কোটি টাকার পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এলএনজি, সার ও চালের মতো গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য দুটি কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল্য যথাক্রমে ৬৭৫ কোটি ২৮ লাখ এবং ৬৯১ কোটি ৫৯ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয় ২৫৯ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির অনুমোদন পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জন্য ৩০৬ কোটি ২২ লাখ টাকার ৪০ হাজার টন ডিএপি সার এবং ১১২ কোটি ১৩ লাখ টাকার ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত