দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ঈদুল ফিতরের আগ মুহূর্তে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ।
শুক্রবার (২৮ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির ঘোষণা দেয়।
এর আগে আজ পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকায়। এবার প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৭৭৩ টাকা।
নতুন দর (প্রতি ভরি) অনুযায়ী ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। আর ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে প্রতিভরি ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।
একইভাবে সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।
নতুন এই দর আগামী শনিবার (২৯ মার্চ) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই দেশীয় বাজারে স্বর্ণের মূল্য বাড়ানো হয়েছে।