Homeঅর্থনীতিআয়কর কমিশনার পদে চলতি দায়িত্ব পেলেন তিনজন

আয়কর কমিশনার পদে চলতি দায়িত্ব পেলেন তিনজন


আয়কর কমিশনার পদে চলতি দায়িত্ব পেয়েছেন তিনজন অতিরিক্ত কর কমিশনার। ৬ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক প্রজ্ঞাপনে তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়।

আয়কর কমিশনার হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (অতিরিক্ত কর কমিশনার) এম এম জিল্লুর রহমান, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান ও কর অঞ্চল-৪-এর অতিরিক্ত কর কমিশনার মো. মহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তাঁর আগের পদের দায়িত্ব হস্তান্তর করে চলতি দায়িত্বের পদে যোগদান করবেন। চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। চলতি দায়িত্ব পালনকারী কর্মচারী চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে পদায়ন, বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনো অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অর্থ বিভাগ কর্তৃক সময় সময় জারি করা আদেশে উল্লিখিত হারে ও শর্তে কার্যভার ভাতা প্রাপ্য হবেন। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী চলতি দায়িত্বপ্রাপ্ত পদের সঙ্গে আবশ্যিকভাবে চলতি দায়িত্ব শব্দদ্বয় যোগ করবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত