Homeঅর্থনীতিআমদানি বিলে যৌক্তিক ত্রুটি থাকলেও মিলবে ছাড়

আমদানি বিলে যৌক্তিক ত্রুটি থাকলেও মিলবে ছাড়


আমদানি মূল্য পরিশোধে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যৌক্তিক ত্রুটি থাকলে ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতেও মূল্য পরিশোধের সুযোগ থাকবে। এতে করে বিদেশি সরবরাহকারীদের অর্থ পেতে আর বিলম্ব হবেন না বলে আশা করছেন ব্যবসায়ীরা।

রবিবার (২০ এপ্রিল) জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, আমদানিকারকদের সম্মতিতে যৌক্তিক ত্রুটিসম্পন্ন বিল গ্রহণ করতে পারবে ব্যাংকগুলো। সেই বিলের বিপরীতে পণ্যে কোনও পরিবর্তন না হলে অর্থ পরিশোধের সুযোগ থাকবে।

সার্কুলারে আরও বলা হয়, ডেলিভারি অর্ডার ইস্যু করার সময় ব্যাংকগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিল-সংশ্লিষ্ট ডকুমেন্টে কোনও ভুল বা ত্রুটি আছে কিনা তা যাচাই করতে হবে।

এর আগে, কাস্টমস থেকে পণ্য খালাসের পর ‘বিল অব এন্ট্রি’ দাখিলের ভিত্তিতেই কেবল ত্রুটিপূর্ণ বিলের বিপরীতে মূল্য পরিশোধ করা যেতো। ফলে দেরি হতো পণ্য ছাড়ে এবং বিদেশি সরবরাহকারীদের অর্থ পেতে অপেক্ষা করতে হতো।

নতুন নিয়মকে ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এ নির্দেশনার ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় আস্থা বাড়বে এবং আমদানি খরচ কমবে। কারণ এতে করে কনফারমেশন চার্জ ও আমদানি ঋণের সুদের হার হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ আমদানি কার্যক্রমকে সহজ করবে এবং বৈদেশিক বাণিজ্যে আস্থার পরিবেশ তৈরি করবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত