Homeঅর্থনীতিআইবিএফবিতে নতুন নেতৃত্ব

আইবিএফবিতে নতুন নেতৃত্ব


ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আইবিএফবির ১৮তম বার্ষিক সাধারণ সভায় এ নেতৃত্ব নির্বাচিত হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইবিএফবির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা ফোন লিমিটেড, কমলিঙ্ক ইনফো টেক লিমিটেড এবং নিউটন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান লুতফুন নিসা সৌদীয়া খান। ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে নভো কার্গো সার্ভিসেস লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং পাওয়ারট্র্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস। হুমায়ুন রশীদ সাবেক সভাপতি হিসেবে বোর্ড উপস্থতি থাকবেন।

অন্যদের মধ্যে থরোপ বাংলাদেশ লিমিটেডের পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শামীম চৌধুরী, সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেম, ডাওয়ান গ্রুপের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ এরশাদ হুসেন রানা, ইউনাইটেড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন, ইমপ্রেস কম্পিঊটারাইজড লেবেলসের প্রোপাইটার মোহাম্মদ জাহানঙ্গীর কবির, এসএস ট্রেডিংয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিজ সলিউশন পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল আলম পরিচালক হিসেবে নির্বাচিত হন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত