Homeঅন্যান্য রাজনৈতিক দললন্ডনে জাসদের সংবিধান সুরক্ষায় আলোচনা সভা

লন্ডনে জাসদের সংবিধান সুরক্ষায় আলোচনা সভা

 

গত ১২ই ফেব্রুয়ারী, বুধবার পূর্বলন্ডনের একটি মিলনায়তনে জাসদইউরোপিয়ান ইউনিয়ন ও জাসদ যুক্তরাজ্য কতৃক আয়োজিত‘বাংলাদেশের সংবিধান সুরক্ষায় জাতীয় ঐক্য’ শির্ষক একটিআলোচনা সভা অনুষ্ঠিত হয়।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরুহয় ।

আলোচনা সভার  প্রধান আলোচক সংবিধান বিশেষজ্ঞ ব্যারিষ্টার তানিয়া আমির  বলেন,  একমাত্র ৭২ এর  সংবিধান অর্জনের জন্যই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আমাদের দেশ স্বাধীন হয়েছিল । আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছে আমাদের সংবিধান , যার কোন  বিকল্প নেই  ।

বিশেষ আলোচক ইন্টারন্যাশানাল ক্রাইম ষ্ট্রেটিজি ফোরামের প্রতিষ্ঠাতা রায়হান রশিদ তার বক্তব্যে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে জানান এবং বলেন  আমারা লক্ষ্য করছি বিভিন্ন সময় মিছিলে আইছিসএর পতাকা দেখা যাচ্ছে এবং এদের উপর ভর করে টিকে আছে বর্তমান কথিত সরকার।

যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মোহাম্মদশাহজাহানের সঞ্চালায় সভাপতিত্ব করেন জাসদইউরোপিয়ান ইউনিয়ন কমিটির আহব্বায়ক মতিউর রহমান।শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদ যুক্তরাজ্যের কার্যকরী সভাপতিএডভোকেট মজিবুল হক মনি এবং ১৯৫২ সাল ত্থেকে এখন পর্যন্তসকল শহিদদের উপর শোক প্রস্তার পেশ করেন জাসদযুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর।এই  সভায় বক্তব্য  আরও রাখেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌসসুলতান, ফয়জুর রহমান খান, লুকমান হোস্ব,  ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, ডঃ আনসার আহম্মদুল্লাহ এবং  নারী নেত্রী নাজনিনসুলতানা শিখা প্রমূখ।

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত