সাকিরা পারভীনের কবিতার বই ‘অচিন উহুঁ’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করেছে, ঐতিহ্য প্রকাশনী। মূল্য ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন, ধ্রুব এষ।
হাসনাইন হীরা ‘অচিন উহুঁ’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, …অচিন উঁহু। নামটাই যেন হৃদকথনের এক অচীনঘাট। যে ঘাটে আছড়ে পড়া ঢেউয়ে সহজ মানুষের কথাই প্রথিত হয়েছে ভাষা ব্যঞ্জনায়।