Homeসাহিত্যশফিক হাসানের ভ্রমণগ্রন্থ 'দেখি বাংলার মুখ'

শফিক হাসানের ভ্রমণগ্রন্থ ‘দেখি বাংলার মুখ’


অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শফিক হাসানের ভ্রমণগ্রন্থ ‘দেখি বাংলার মুখ’। এতে রয়েছে ১৫টি ভ্রমণকাহিনি। স্থান পেয়েছে দেশের নানা প্রান্তে ছুটে বেড়ানোর গল্প।

লেখক জানান, বইটিতে স্থান পাওয়া কোনো কোনো ভ্রমণকাহিনি বর্তমান সময়ে লেখা হলেও অধিকাংশই দশ থেকে পনেরো বছর আগের। আবার একাধিকবার গিয়েছেন এমন জায়গাও আছে। লেখাগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। সেই সময়টাকে ফ্রেমবন্দি করে রাখবেন বলে ‘হালনাগাদ’ করেননি। 

প্রচ্ছদ: আইয়ুব আল আমিন।
প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন।
মূল্য: ৪০০ টাকা।
স্টল নং: ৬৯৫-৬৯৭





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত