ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) ছিল এই গণ-অভ্যুত্থানের ছয় মাস পূর্ণের দিন। একই দিনে (৫ ফেব্রুয়ারি) রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে জানানো হয়েছিল। শেখ হাসিনার এই বক্তব্য দেওয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট সোশ্যাল মিডিয়ায় ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। পরবর্তী সময় গতকাল রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন এবং ১০টার দিকে আগুন দেওয়া হয়।
এরই মধ্যে গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের প্রতিবাদে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে। ভিডিওতে একজন ব্যক্তিকে ভয়েস ওভারে বলতে শোনা যায়, ‘রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে।’
মো. জাহিদ হাসান (Md Jahid Hasan) নামের ফেসবুক পেজ থেকে গতকাল দিবাগত রাতে ১২টা ৩ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘এইমাত্র খেলা শুরু। ধানমন্ডি ৩২ এ হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিশাল মিছিল।’ (বানান অপরিবর্তিত)
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ওই ভিডিওটি ৫১ হাজারবার দেখা হয়েছে এবং পোস্টটিতে সাড়ে ৩ হাজার রিঅ্যাকশন পড়েছে। পোস্টটিতে ৬১১টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৫৬৯। পোস্টে অনেকে এই ভিডিওটি আজকের কি না, তা কমেন্টে জানতে চেয়েছেন। এ ছাড়া অনেকে এটি গতকাল রাতে ছাত্রলীগের মিছিল উল্লেখ করে কমেন্ট করেছেন।
মোহাম্মাদ পারভেজ (Mohammed Parvaiz) নামের একটি অ্যাকাউন্ট থেকে এই পোস্টের লেখা হয়েছে, ‘ধানমন্ডি-৩২ এর সাথে বাংলাদেশের হৃদয়ের সম্পর্ক। চাইলেই মুছে ফেলা সম্ভব নয়… গোটা দেশটাই ধানমন্ডি-৩২ শে রূপান্তরিত হবে… ইনশাআল্লাহ।’ (বানান অপরিবর্তিত)
বাহার হোসাইন (Bahar Hossain লিখেছে, ‘ধানমন্ডি ৩২ নম্বরে যারা হামলা করে বাড়ির মধ্যে তারা যেই হোক তাদের অস্তিত্ব রাখা হবে না আমি তোমাদের সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ (বানান অপরিবর্তিত)
সিমু সিকদার ও জুয়াই রিয়া ইসলাম নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং ‘ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি’ নামে পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে যুগান্তরের ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২০ সালের ৫ ডিসেম্বরে প্রচার করা হয়।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২০ সালে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাোর প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেই বছরের ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
জাকারিয়া ইবনে ইউসূফ (Zakaria Ibn Yusuf) নামে একটি ফেসবুক পেজেও ২০২০ সালের ৫ ডিসেম্বরে একই ক্যাপশনে ভিডিওটি পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোরেও একই বিষয়ে ২০২০ সালের ৫ ডিসেম্বর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুজনকে মারধরের ঘটনা ঘটেছে।
সুতরাং, গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের প্রতিবাদে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মিছিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেই বছরের ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার দৃশ্য সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।