Homeসাহিত্যএমরান কবিরের ‘বৃষ্টি ও নাকফুলের গল্প’ প্রকাশিত

এমরান কবিরের ‘বৃষ্টি ও নাকফুলের গল্প’ প্রকাশিত


প্রকাশিত হয়েছে কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক এমরান কবিরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বৃষ্টি ও নাকফুলের গল্প।’ প্রকাশ করেছে ‘অনুপ্রাণন’। এটি লেখকের দশম গ্রন্থ।

গ্রন্থটিতে ১০টি গল্প স্থান পেয়েছে। সেগুলো হলো : বিভাজন অথবা নন্দ নাদের টুপি, হাঁস, ডাবঘর, বিবর্ণ পাতার ভোরে, জুতা, স্বপ্ন অথবা বিপন্ন বিস্ময়, ভ্রম ও বিভ্রম, সন্ধ্যা, ফিরে আসার দিনে এবং বৃষ্টি ও নাকফুলের গল্প।

গল্পগুলোতে সমসাময়িক বিষয় প্রাধান্য পেয়েছে।

লেখক জানান, ‘গুম, সিন্ডিকেট, মিডিয়া নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িকতা ইত্যাদি বিষয়গুলো কখনো প্রতীকের মাধ্যমে, কখনো রূপকের মাধ্যমে কখনো সরাসরি উঠে এসেছে গল্পগুলোতে।’

এমরান কবিরের প্রথম গল্পগ্রন্থ ‘নিদ্রাগহণ মহাশূন্যে’ প্রকাশিত হয় ২০১২ সালে ঐতিহ্য প্রকাশনী থেকে। এই গ্রন্থের পাণ্ডুলিপির জন্য তিনি অর্জন করেন ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার-২০১০’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত