রোদের রং এখন সোনালি। পুরো প্রকৃতিতে সেই সোনালি রঙের আভা ধরা পড়ে স্পষ্টভাবে। ভোরের দিকে খানিক শীতল অনুভূতি জাগে। আবার সকাল হলেই তেজ বাড়ে সূর্যের। কখনো ঝরঝরিয়ে বৃষ্টি তো কখনো শনশন সমীরণ। মনে হয় বর্ষা আর গ্রীষ্ম দুই ঋতুকে একসঙ্গে, এক শরীরে ধারণ করতে চায় শরৎ। প্রকৃতির এই অপরূপ খেলা যখন চলতে থাকে, খোলা প্রান্তরে তখন দুলে ওঠে কাশফুল। বিস্তারিত