জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। এভাবে চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। নতুন করে দেশে বৈষম্য শুরু হয়েছে। আমাদের আবারও বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করতে হবে।’
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘বাঙালিরা কখনোই বৈষম্য মেনে নেয় না, বৈষম্যবিরোধী আন্দোলনে বাঙালিদের পরাজয়ের ইতিহাস নেই। বৈষম্যবিরোধী আন্দোলনে বাঙালিরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে জানে।’
জাপা চেয়ারম্যান উল্লেখ করেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো সবই এক জায়গায় নিয়েছে। রাষ্ট্র, সরকার এবং একটি দল এক হয়ে গেছে। পার্লামেন্ট নেই, তাই জবাবদিহিতাও নেই। বিচার বিভাগ কী দলীয়করণের বাইরে আছে?
সাংস্কৃতিক পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের সভাপতিত্বে ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন— জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।