Homeরাজনীতিমাঠ গোছাচ্ছে জামায়াত ১৮ আসনে প্রার্থী ঘোষণা

মাঠ গোছাচ্ছে জামায়াত ১৮ আসনে প্রার্থী ঘোষণা


দেশে পরবর্তী জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে ভোটের মাঠ গোছাতে জামায়াতে ইসলামী এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করে দিয়েছে। নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, কিশোরগঞ্জ ও ঝিনাইদহ জেলায় মোট ১৮টি আসনে স্থানীয় পর্যায় থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সবুজ সংকেত এলে এই প্রার্থীরাই ভোটের মাঠে লড়বেন।

নারায়ণগঞ্জে জামায়াতের ফেসবুক পেজে এক পোস্টে নারায়ণগঞ্জের ৫টি আসনে স্থানীয় পর্যায়ে জামায়াতের চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ আসনের সম্ভাব্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভুঁইয়াও।

প্রকাশিত তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করবেন ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে লড়বেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নির্বাচন করবেন ড. ইকবাল হোসাইন ভুঁইয়া। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচন করবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নির্বাচন করবেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন, সেটুকু সময় বর্তমান সরকারকে দিয়েই আমরা নির্বাচন চাচ্ছি। ন্যূনতম সংস্কার, যেটা না হলেই নয়, সেটা বাস্তবায়ন করেই নির্বাচন চাই আমরা। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আমাদের নির্বাচনের প্রস্তুতি চলছে।’

এদিকে কুষ্টিয়ায় গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ফেসবুকে জামায়াতে ইসলামী কুষ্টিয়া নামের আইডিতে চার প্রার্থীর ছবি পোষ্ট করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে রাতেই জেলা জামায়াতের আমির আবুল হাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে (রোববার) আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে চারটি আসনে। নির্বাচন এক দিনে হয় না। আর প্রার্থী ঘোষণা না হলে কাজ আগানো যায় না।’

দলীয় সূত্র বলেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও মিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন এবং কুষ্টিয়া-৪ আসনে (কুমারখালী-খোকসা) আসনে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আফজাল হোসাইনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গত শনিবার কিশোরগঞ্জে অনুষ্ঠিত কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে ওই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী।

সম্ভাব্য প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জামায়াতের সাবেক জেলা নায়েবে আমির এবং বর্তমান জেলা কমিটির সদস্য অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কটিয়াদী উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াতে ইসলামী ঢাকা সিটি করপোরেশন উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সাবেক ছাত্রনেতা ও ভৈরব উপজেলা আমির মাও. মো. কবীর হোসাইন। তবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই আসনে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী হবেন।

কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘আমাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে। এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীর খসড়া তালিকা ঘোষণা করা হয়েছে।’

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা হলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের শৈলকুপা উপজেলা জামায়াত আমীর এ এস এম মতিউর রহমান, ঝিনাইদহ-২ (সদর ও হরিনাকুন্ডু উপজেলা) আসনে জেলা জামায়াত আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর উপজেল) আসনে কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে কালীগঞ্জ উপজেলা জামায়াত আমীর মওলানা আবু তালেব। গত রোববার জামায়াতের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড ঝিনাইদহের আসনগুলোর প্রার্থীদের নাম চুড়ান্ত করেছে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর বলেন, জনমত জরিপ শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত