জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে শহীদ পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে আস্থার সংকট ছিল। বর্তমান সরকার পুনরায় তদন্ত করছে। তিনি বলেন, আমরা আশা করছি, সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে তদন্ত ও বিচার কাজ সম্পন্ন হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মুনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, সরকার শহীদ সেনা দিবস ঘোষণা করে আমাদের অন্তরের দাবি পূরণ করেছে। যথাযথ মর্যাদায় দিনটি পালিত হবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, বর্তমানে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, যেখানে বিগত সরকারের ভালো সিদ্ধান্তকে খারাপ এবং খারাপ সিদ্ধান্তকে ভালো বলা হচ্ছে। বিগত সরকার যেটাকে হ্যাঁ বলেছে, এখন সেটাকে না বলছে এবং যেটাকে না বলেছে, এখন সেটাকে হ্যাঁ বলা হচ্ছে, ঢালাওভাবে।
নিজের পরিবারের একজন সদস্যকে হারানোর ব্যথা উল্লেখ করে জাপার চেয়ারম্যান বলেন, আমিও শহীদ পরিবারের সদস্য বলা যায়। আমার ভাগ্নে, শহীদ কর্নেল কুদরত-ই-এলাহী রহমান শফিক, ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির সময় হয়েছিল। কিন্তু সেই মর্মান্তিক হত্যাযজ্ঞে তিনি শহীদ হয়েছেন। তার জন্য সবসময় অন্তরে ব্যথা অনুভব করি।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, শহীদ পরিবারের কষ্ট লাঘবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সবাই কাজ করবেন, এটাই তার প্রত্যাশা।