Homeরাজনীতিনির্বাচন কমিশনে জামায়াতের প্রতিনিধি দল

নির্বাচন কমিশনে জামায়াতের প্রতিনিধি দল


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক হয়। 

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ও অর্থবহ করার বিষয়ে জামায়াতের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।

জামায়াতের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জসীম উদ্দিন সরকার এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল উদ্দিন। 

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ৪ জন নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। 

মতবিনিময়কালে সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে জামায়াতের প্রতিনিধি দল তাগিদ দেন। 

তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করা প্রয়োজন— যাতে মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। 

প্রতিনিধি দল আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত সম্পন্ন করতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রয়োজনে সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন, জামায়াতে ইসলামী সেটুকু সময় দিতে প্রস্তুত। এজন্য জামায়াতে ইসলামী কোনও দিন-ক্ষণ ও সময় বেঁধে দেয়নি। তবে এ সময়টি দীর্ঘ হওয়া উচিত নয়। 

মতবিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

জামায়াত নেতারা এবং কমিশনের কর্মকর্তারা উভয়ের বক্তব্য ধৈর্য ও মনোযোগ দিয়ে শুনেন। উভয় পক্ষই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত