বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি সমার্থক। দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে। গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থও বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করেন। তিনি স্মরণ করেন তার দলের নেতাকর্মীদের।
দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমি গণতন্ত্রকামী দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দিতে চাই, বিএনপি শুধু ভোটের পুনরুদ্ধারই নয়, আপনার ভোটের প্রয়োগের অধিকার নিশ্চিত করতে চায়। আপনাদের সমর্থন পেলে বিএনপি এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়, যে সরকার আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আমি জনগণের সমর্থন চাই, সবার সহযোগিতা চাই।’
বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সভার শুরুতে গত ১৬ বছরে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং দলের প্রয়াত নেতাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোক প্রস্তাব পাঠশেষে স্বাগত বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক প্রস্তাব পাঠ করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
জোহরের নামাজ ও দুপুরের আহারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সারাদেশ থেকে আসা নেতারা এই সেশনে বক্তব্য দেবেন।