Homeরাজনীতিজাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই: জাসদ

জাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই: জাসদ


ঝিনাইদহে তিনজনকে হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গণবাহিনীর সংশ্লিষ্টতার নাম এসেছে। এ ঘটনায় জাসদ এক বিবৃতিতে জানিয়েছে, জাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বিবৃতির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়।

অসিত সিংহ নিজেও তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে বিবৃতিটি পোস্ট করেছেন।

জাসদের কেন্দ্রীয় কমিটির দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গতকাল ঝিনাইদহে তিনজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকটি মিডিয়ায় জাসদ গণবাহিনী নাম উল্লেখ করে সংবাদ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরির সম্ভাবনা আছে। জাসদের বিবৃতিতে বলা হয়, জাসদ গণবাহিনী নামে জাসদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংগঠন নেই।

জাসদ রাজনৈতিক, আদর্শিক, সাংগঠনিকভাবে কোনো ধরনের চরমপন্থা, চরমপন্থী কোনো সংগঠন, সশস্ত্র তৎপরতা, সশস্ত্র সংগঠনকে অনুমোদন করে না, সমর্থন দেয় না। জাসদের বিবৃতিতে কোনো ধরনের চরমপন্থী বা সশস্ত্র সংগঠনের সঙ্গে জাসদের নাম যুক্ত না করে মিডিয়া এবং সাংবাদিকগণের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত