Homeরাজনীতিছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

১৯৭৯ সালের এই দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নানান ঘটনার পরিক্রমার  মধ্য দিয়ে সংগঠনটি দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনগুলোর একটিতে  পরিণত হয়।

দিনটি উপলক্ষে ছাত্রদল নানা কর্মসূচির আয়োজন করেছে। দিনের শুরুতে বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।

এরপর দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

দুপুর ২টায় একই স্থানে আয়োজন করা হয় আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ইনডোরে ‘আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ শুরু করতে যাচ্ছে। আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত