রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষে’ ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ করেছে খেলাফত মজলিস।
বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানি আবদুল হক, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
খেলাফত মজলিসের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া প্রমুখ।
সংলাপে এবি পার্টি ও খেলাফত মজলিসের মধ্যে ৪টি বিষয়ে ঐকমত্য হয় বলে জানানো হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য— গণঅভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখা; সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন; আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা; দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠান; দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ; পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, ’২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে পরিচালিত গণহত্যাসহ খুন, গুম ও নির্যাতনের সঙ্গে যারা জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।