Homeরাজনীতিকী বার্তা দেবে তৃণমূল, কী আসছে সিদ্ধান্ত

কী বার্তা দেবে তৃণমূল, কী আসছে সিদ্ধান্ত


সাত বছর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ষষ্ঠ কাউন্সিলে গঠিত নির্বাহী কমিটির সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভার পর আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে যখন এই কমিটির দ্বিতীয় বর্ধিত সভা হচ্ছে তখন তিনি লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির বর্ধিত সভা শোক প্রস্তাব দিয়ে শুরু হবে। এরপর শুভেচ্ছা বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উদ্বোধনী বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

অনুকূল পরিবেশে দীর্ঘদিন পর দলীয় কোনও বড় আয়োজন করছে বিএনপি। এই আয়োজনের লক্ষ্য— আগামী নির্বাচন ও দেশ পরিচালনার জন্য সম্ভাব্য বিজয় নিশ্চিত করা; দেশের সকল পর্যায়ের নেতৃত্বকে শক্ত নির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের মতামতের ভিত্তিতে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণ।

দলের নীতিনির্ধারকেরা মনে করছেন, বিগত সময়ের চেয়ে বিএনপি আগামী দিনে সরকার পরিচালনায় কতটা পরিবর্তন আনবে, বিগত দিনের ‘ভুলভ্রান্তি’; রাজনৈতিক কৌশল নির্ধারণ ও পরবর্তী নির্বাচনের জন্য দলের শীর্ষনেতৃত্বের পরামর্শ ও নির্দেশনা থাকবে বর্ধিত সভায়।  

এ বিষয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদা হাবিবা বলেন, পুনরাবৃত্তি বা পরিবর্তন, বিগত ১৬ বছরের মতো শাসন যেন বাংলাদেশে আর পুনরাবৃত্তি না হয়। আজকের সভাটি পুরোই সাংগঠনিক। গত ১৫-১৬ বছরে আমরা সেভাবে ধারাবাহিকভাবে সভা করতে পারিনি। নিয়মিত সভা যেভাবে হওয়া উচিত ছিল, তা হয়নি।

মাহমুদা হাবিবার ভাষ্য, বহুদিন পর বাংলাদেশের মানুষ স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছে। সেই জায়গা থেকে বলা যায়, নতুন বাংলাদেশ। সেই জায়গা থেকে উচ্ছ্বাস অনেক বেশি। আমার মনে হয় বর্ধিত সভা থেকে নতুন নির্দেশনাও আসবে।

বর্ধিত সভায় নির্বাহী কমিটির সদস্য, ২০১৮ সালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সব সাংগঠনিক জেলা, উপজেলার সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন সময়ে গঠিত উপ-কমিটিগুলোর সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া মনোনয়ন ফরম কিনেছেন এমন ব্যক্তিরাও আমন্ত্রিত সভায়।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন সভায়।

আমন্ত্রিতদের জন্য খাওয়া-দাওয়া, ডাইনিং, স্যানিটেশন, চিকিৎসাসহ প্রভৃতি সেবা নিশ্চিত করা হয়েছে। সার্বক্ষণিক তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। একটি ফিল্ড হাসপাতাল আছে, যেখানে কিছু বেড থাকবে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য।

শায়রুল কবির খান জানান, সভার শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ প্রামাণ্য চিত্র দেখানো হবে। এটি তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’। সভা ঘিরে ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে বিএনপি। দ্বিতীয় অধিবেশনে তৃণমূলের নেতারা বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার সকালে শায়রুল কবির খান বলেন, ৫ আগস্টের পর অনুষ্ঠিত বিএনপির এই বর্ধিত সভা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।

২০১৮ সালে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভায় অনলাইনে যুক্ত ছিলেন তারেক রহমান। হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ওই সভাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। যদিও এবার সেই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে না বিএনপিকে।

এবারের পরিবেশ নিয়ে নেতাকর্মীরা অনেক উজ্জীবিত। অনুকূল পরিবেশ ও সম্ভাব্য দেশ পরিচালনার বিষয়টি সামনে রেখে আগতরা বলছেন, ভবিষ্যতের দেশ নতুন বাংলাদেশ। বিগত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিগত ১৬ বছর ধরে যে চাপ ও প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপিকে যেতে হয়েছে, এবার সেই চাপ নেই বলে জানান আমন্ত্রিতরা।

আলাপে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘদিন শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশ প্রতিকূল অবস্থায় ছিল। আমাদের বর্ধিত সভার ডাক হচ্ছে— সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। কারণ চব্বিশে ছাত্রজনতার অভ্যুত্থানের পর অপকৌশল দেখতে পাচ্ছি।

সাইফ মাহমুদের ভাষ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ঐক্যের বার্তা দেবেন।

বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন লেখার সময় বর্ধিত সভার মঞ্চে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন। আমন্ত্রিতরা নির্ধারিত অবস্থানে রয়েছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত